ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি আচমকা নিচে নেমে আসে এবং একটি বিকট শব্দে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।
দুর্ঘটনাকবলিত বিমানটি F-7 BGI (701) মডেলের বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে স্কোয়াড্রন লিডার তৌকির দায়িত্বে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিমানটিতে আর কেউ ছিলেন কিনা—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিধ্বস্তের সময় ঘটনাস্থলের আশপাশে থাকা কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন