রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১০ নং চরপাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাজিরচর গ্রামের উত্তর কাজিরচর হাওলাদার বাড়ির সংলগ্ন খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এই ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, চুরি হওয়া ট্রান্সফরমারের কারণে ওই এলাকায় কয়েকটি বাড়ি গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী, বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কর্মজীবী মানুষজন।
অপরদিকে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি — যারা নিজেদের এলাকার ‘নেতা’ পরিচয় দিয়ে থাকেন — তারা ঘরে ঘরে গিয়ে চাঁদা তোলার নামে টাকা নিচ্ছেন। অভিযোগ রয়েছে, প্রতিটি পরিবার থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে ট্রান্সফরমার কিনে দেওয়ার কথা বলে।
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, বিদ্যুৎ বিভাগ এবং প্রশাসনের দায়িত্বে অবহেলার সুযোগে এভাবে জনগণের কাঁধে কেন অর্থের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? চাঁদা আদায়ের এই প্রক্রিয়াকে অনেকেই অবৈধ এবং অনৈতিক বলে আখ্যা দিয়েছেন।
স্থানীয় একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন,
“সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে এখন আবার চাঁদার নামে আমাদের ঠকানো হচ্ছে। এই দায়িত্ব তো প্রশাসনের, তা না করে আমাদের কাছ থেকে টাকা তুলছে কিছু সুযোগসন্ধানী মানুষ।”
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন ও চাঁদার নামে অর্থ আদায়ের তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
মন্তব্য করুন