ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী চোর-চাঁদাবাজ। আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পোস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।
রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করীম বলেন, “ভারতের সঙ্গে আমাদের পার্থক্য মূলত আদর্শিক ও নীতির। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানকার জনগণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।” তিনি আরও বলেন, “ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চললে, দেশের সার্বভৌমত্ব ও আদর্শ ঝুঁকিতে পড়তে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি দেশের প্রচলিত রাজনৈতিক ধারার সমালোচনা করে বলেন, “আসুন, একবার হাতপাখার রাজনীতিকে সুযোগ দিই। যারা বারবার ব্যর্থ হয়েছে, তাদের পরিবর্তে নতুন নেতৃত্বকে সামনে আনতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ এবং কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন।
মন্তব্য করুন