প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে মাত্র ১১০ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে আউট হয়ে ফেরেন সাইম আইয়ুব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
মেহেদি হাসান, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান ও রান আউটে কাটা পড়ে একপর্যায়ে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪৬ রান।
ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়লেও ৩৪ বলে ৪৪ রান করে আউট হলে পাকিস্তানের বিপদ আরও বেড়ে যায়। শেষ ওভারে ৭ উইকেটে ১১০ রান থাকা দলটি তাসকিনের করা তিন বলেই ৩ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট, মোস্তাফিজ ২ উইকেট এবং করেন ৪ ওভারে মাত্র ৬ রান—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে একটি রেকর্ড।
এই ম্যাচে পাকিস্তানের করা ১১০ রান বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন টি-টোয়েন্টি স্কোর। আগের সর্বনিম্ন ছিল ১২৯ রান, ২০১৬ সালের এশিয়া কাপে।
এই ম্যাচে বাংলাদেশ ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নামে। সর্বশেষ মে মাসে পাকিস্তানের মাঠে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ভালো শুরু করল টাইগাররা।
মন্তব্য করুন