তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে মো. মোবারকের ছেলে মাদকাসক্ত মুছাকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ১৯ মে ২০২৫, সোমবার দিবাগত রাতে গ্রামবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পাঙ্গাসিয়া গ্রামের সচেতন যুব সমাজের তৎপরতায় এই সফল অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুছা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার এই কর্মকাণ্ডে গ্রামে অসন্তোষ বিরাজ করছিল এবং যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল। এতে করে এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। ফলে স্থানীয় যুবকদের উদ্যোগে পুলিশকে তথ্য দিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, আটক মুছার বিরুদ্ধে পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নতুন একটি মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্যাহ জানান, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে তিতাসকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।”
স্থানীয়দের মত, এ ধরনের অভিযান গ্রামে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন