ঢাকার পল্লবী এলাকায় পার্কিং করা একটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত আটটার দিকে সিরামিক গলিতে ‘বিকল্প পরিবহনের’ একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, রাত পৌনে আটটার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম জানিয়েছেন, এটি দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যমূলক নাশকতা—তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবেও বাসটিতে আগুন লাগিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সব দিক বিবেচনায় নিয়ে ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন