গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “যারা সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন বোঝে না, তাদের রাজনীতি করা উচিত নয়। যারা বোঝে, তারাই রাজনীতি করবে।”
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মেরুল বাড্ডায় অনুষ্ঠিত এক গণসমাবেশে এ কথা বলেন তিনি। ‘৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ’ স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়।
নুর বলেন, দেশে শাসনতন্ত্র পরিবর্তন ও ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলুপ্তির জন্য পিআর পদ্ধতির নির্বাচন জরুরি।
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের শক্তিগুলোর বিভাজনের সুযোগে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তাই এখন একতার কোনো বিকল্প নেই।”
তিনি রাজনৈতিক ভাষায় পরস্পরের প্রতি বিদ্বেষ ও অবমাননার সমালোচনা করে বলেন, “জঘন্য ভাষা ব্যবহারে রাজনীতিতে সহাবস্থানের পরিবেশ নষ্ট হয়।”
একই দিন বিকেলে মিরপুর পল্লবীতে বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “পিআর বা স্থানীয় সরকারভিত্তিক নির্বাচন যারা চান, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে। তারা নির্বাচন পিছিয়ে দিয়ে পরিস্থিতিকে ঘোলা করতে চায়।”
বিএনপি নেতা অভিযোগ করেন, “একটি মহল আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে শেখ হাসিনার রাজনৈতিক অবসান ইতোমধ্যেই ঘটেছে। দিল্লিতেই তার সমাপ্তি হয়েছে।”
তিনি আরও বলেন, “এই জুলাইয়ের মধ্যে যদি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হয়, তাহলে তার দায় নিতে হবে ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারকে।”
মন্তব্য করুন