সোমবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইসব অঞ্চলের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
পরদিন মঙ্গলবার (২২ জুলাই) একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। আগের দিনের মতোই দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
মন্তব্য করুন