গত বছরের ১৮ জুলাই অনুষ্ঠিত আন্দোলনের সময় সারাদেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বর্ষপূর্তি উপলক্ষে মোবাইল ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ (১৮ জুলাই) মধ্যরাত থেকে দেশের সব মোবাইল ইন্টারনেট গ্রাহক পাচ্ছেন ৫ দিনের জন্য ১ জিবি করে বিনামূল্যের ডাটা।
বিটিআরসি জানায়, মোট ১১ কোটি ৬৫ লাখ গ্রাহকের জন্য এ ডাটা অফার কার্যকর করা হয়েছে। গ্রাহকরা নির্দিষ্ট কোড ডায়াল করে এই ডাটা গ্রহণ করতে পারবেন।
অপারেটরভেদে ডায়াল কোডগুলো হলো:
গ্রামীণফোন: ১২১১৮০৭#
রবি: ৪১৮০৭#
বাংলালিংক: ১২১১৮০৭#
টেলিটক: ১১১১৮০৭#
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশে মোবাইল ইন্টারনেট ১০ দিন ও ব্রডব্যান্ড ৫ দিন বন্ধ রাখা হয়, যা তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স খাতে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “জুলাইয়ের সেই ইন্টারনেট শাটডাউন শুধু মানুষের অধিকার হরণই নয়, দেশের অর্থনীতির জন্যও বড় ধাক্কা ছিল। তাই এই দিনটি স্মরণে ইতিবাচক বার্তা দিতে চেয়েছি আমরা।”
অপারেটরদের পক্ষ থেকেও জানানো হয়েছে, গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ অফার সম্পর্কে অবহিত করা হয়েছে।
তবে এই ফ্রি ডাটার ওপর কর আরোপ করা হবে কি না, তা নিয়ে এখনো আলোচনা চলছে সরকারের সঙ্গে।
মন্তব্য করুন