জুলাই ও আগস্ট মাসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে স্মরণ করে আশুলিয়ায় আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা জেলা ছাত্রদল। বুধবার (১৬ জুলাই) স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন আদর। তিনি বলেন, “গত বছরের একদফা আন্দোলনে রাজপথে নেমে হাজারো মানুষ জীবন দিয়েছে। পুলিশ ও শাসকগোষ্ঠীর হামলায় যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের পথ দেখিয়ে গেছেন। আমরা তাঁদের রক্তের ঋণ কখনো ভুলবো না।”
সভা সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সাদ্দাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল্লাহ গাজী সুমন, শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম সুমন, সম্রাট হোসেন রায়হান ও মোজাম্মেল হক সবুজসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতারা জানান, এই শহীদদের স্মরণে ছাত্রদলের কার্যক্রম চলমান থাকবে এবং তাঁদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে ভবিষ্যতের আন্দোলন আরও বেগবান করা হবে।
মন্তব্য করুন