বগুড়া শহরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক তরুণ। ঘটনাটি ঘটে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায়। এ সময় ছাত্রীকে রক্ষার চেষ্টা করতে গিয়ে নিহত হন তার দাদি ও ভাবি।
স্থানীয়দের বরাতে জানা যায়, অভিযুক্ত সৈকত হোসেন (১৯) দীর্ঘদিন ধরেই দশম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার রাতে সে হঠাৎ ছাত্রীটির বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে। ছাত্রীটিকে বাঁচাতে এগিয়ে গেলে তার দাদি লাইলী বেগম (৬৫) ও ভাবি হাবিবা ইয়াসমিন (২১) গুরুতর আহত হন। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ঘটনার পরপরই সৈকতকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন