তিতাস প্রতিনিধি : সাংবাদিক আব্দুল আজিজ
তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জালসহ ৮ জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে প্রায় ১,০৭০ পিস নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।
পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫,০০০ টাকা করে সর্বমোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দকৃত সকল জাল বিনষ্ট করা হয়।
এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন তিতাস উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়, তিতাস থানা পুলিশ এবং আনসার সদস্যবৃন্দ।
মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন