নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি রুহুল আমিন বাহাদুর এবং জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক খোকনের নেতৃত্বে এক আলোচনা সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ উল্লাহ মামুন, আমজাদ হাওলাদার, হাসিম মাঝি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সভায় কিছু উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। এর পরপরই রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর হোসেনের উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং নানা ধরনের হুমকি প্রদান করে।
স্থানীয়দের মাঝে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকার সাধারণ জনগণ দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন