কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একের পর এক হামলা ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে আজ (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় কুমিল্লা শহরের পূর্বালী চত্বর, কাদিরপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কুমিল্লা জেলার পুলিশ সুপারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। শিক্ষার্থীদের মূল দাবি—বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
নৃবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী অরবিন্দু সরকার বলেন, “আমরা বাসে উঠার আগে দুই যুবক এসে আমাদের পথরোধ করে। আমার পরিচয় জানার পর তারা বলে—তুই ভার্সিটির বলেই তোর কাছে টাকা চাইছি।” তিনি আরও জানান, তার পকেট থেকে মানিব্যাগ কেড়ে নেওয়া হয় এবং ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখায় হামলাকারীরা।
গণিত বিভাগের শিক্ষার্থী আহমেদ নাদিমের ওপর প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনার কথাও শিক্ষার্থীরা তুলে ধরেন। এ ঘটনায় তারা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক আল নাহিয়ান বলেন, “যদি প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলন আরও কঠোর হবে।”
সম্প্রতি একের পর এক হামলায় শিক্ষার্থীদের মধ্যে ভীতি, ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
মন্তব্য করুন