ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে ভোটার তালিকায় ৩১ অক্টোবরের মধ্যে অন্তর্ভুক্ত হওয়াই বাধ্যতামূলক—এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আখতার আহমেদের ভাষ্য অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তারাই আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, “ভোটার তালিকা আইনে নির্বাচন কমিশনকে যে কোনো সময় নতুন ভোটার যুক্ত করার ক্ষমতা দেওয়া হলেও, নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময়সীমা অনুসরণ করি। তাই ৩১ অক্টোবরের পর তালিকাভুক্তরা এবার ভোট দিতে পারবেন না।”
তথ্য সংশোধন বিষয়ে কঠোরতা
ভোটের আগে এনআইডির বেশ কিছু তথ্য—যেমন নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, পেশা, স্থায়ী-বর্তমান ঠিকানা এবং ছবি—পরিবর্তন করা যাবে না বলে পরিষ্কার জানান তিনি। এসব তথ্য সংশোধনে সীমাবদ্ধতা থাকলেও মোবাইল ফোন নম্বরসহ কিছু সাধারণ তথ্য পরিবর্তনে কোনো বাধা নেই।
প্রবাসীদের ভোট নিবন্ধনের সময় বাড়ল
ইসি সচিব আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের নিবন্ধনের শেষ তারিখ এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তপশিল ঘোষণার পর যারা ডাকযোগে ভোট (postal ballot) দিতে চান, তারা ১৫ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন।
নতুন দল নিবন্ধন এখনও চূড়ান্ত নয়
সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মন্তব্য করুন