স্প্যানিশ লা লিগায় স্বচ্ছন্দ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববার (২১ সেপ্টেম্বর) এস্তাদিও জোহান ক্রুইফে গেটাফেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে জাভির শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ১৫তম মিনিটে দানি ওলমোর দারুণ ব্যাক হিল থেকে গোলের খাতা খোলেন ফেরান তোরেস। এরপর ৩৪ মিনিটে রাফিনিয়ার পাস পেয়ে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।
বিরতির পরও চাপ ধরে রাখে কাতালানরা। ৬২ মিনিটে দানি ওলমো গোল করে গেটাফের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। এরপর আর কোনো গোল না হলেও ম্যাচ শেষ হয় ৩-০ তে।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। লিগে টানা দুই ম্যাচে তারা ৯ গোল করেছে এবং নিজেদের জালও অক্ষত রেখেছে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন