✍️ মোসলেম মোহাম্মদ
দীর্ঘ সময় ধরে নানা চ্যালেঞ্জ, বিভ্রান্তি ও নেতৃত্বহীনতার মাঝে থেকেও ইসলামি আন্দোলনের ধারা থেমে যায়নি। নানা প্রলোভন, নিপীড়ন ও ষড়যন্ত্রের মধ্যেও দেশের ইসলামপ্রিয় জনগণ আজও চেয়ে আছে— কখন আসবে প্রকৃত ইসলামি নেতৃত্ব, কখন আবার মাথা তুলে দাঁড়াবে ন্যায়-ইনসাফভিত্তিক একটি রাজনৈতিক শক্তি।
এই আশাটা কখনো মুছে যায়নি, যাবেও না। পরিবর্তন আসবেই— ইনশাআল্লাহ।
ইতিহাস সাক্ষী, ইসলামি দলগুলো যতবার নিজেদের ভুল শুধরে নিয়ে একতাবদ্ধ হয়েছে, ততবারই তারা সমাজে আলোড়ন তুলেছে। মানুষের আস্থা ও ভালোবাসা পেয়েছে। তারা কখনো ক্ষমতালোভী ছিল না, বরং তারা ছিল ন্যায়ের ঝাণ্ডাবাহী, আদর্শের ধারক।
তবে এটাও সত্য, অনেক দিন ধরে ইসলামি দলগুলোর মধ্যে বিভক্তি, দৃষ্টিভঙ্গির পার্থক্য ও নেতৃত্বের সংকট বিরাজ করছে। আর এই দুর্বলতাগুলোই শত্রুপক্ষকে শক্তিশালী করেছে। কিন্তু এখন সময় এসেছে আত্মসমালোচনার, সময় এসেছে আত্মবিশ্বাস নিয়ে নতুনভাবে সংগঠিত হওয়ার।
🌿 আসছে পরিবর্তন, যদি—
তাহলে ইনশাআল্লাহ, আসবে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন।
শুধু ব্যালটের মাধ্যমে নয়— চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার-আচরণে পরিবর্তনের মাধ্যমে। মানুষ তখন দেখবে এক আদর্শ দল, যারা সত্য বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে, আর মানুষের পাশে থাকবে।
🔶 ইসলামি রাজনীতি শুধু স্লোগানে নয়— বাস্তব জীবনের চাহিদা পূরণে এগিয়ে আসলে, তখন জনগণ বলবে— “এই দলই আমাদের আশা, এই নেতারাই আমাদের পথপ্রদর্শক।”
পরিবর্তন আসবেই— যদি আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত হই।
আসবে ইনশাআল্লাহ, যদি আমরা নিজেরাই আল্লাহর পথে ফিরে আসি।
📢 আজ থেকেই শুরু হোক আত্মশুদ্ধির যাত্রা।
🤝 একতাবদ্ধ হোক ইসলামি দলগুলো।
🔗 গড়ে উঠুক সত্য, আদর্শ আর ঈমানের রাজনীতি।
পরিবর্তন আসবেই— ইনশাআল্লাহ।
মন্তব্য করুন