আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। নির্বাচন কমিশন (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে এ সংক্রান্ত সব বিধান বিলুপ্ত করেছে।
একইসঙ্গে পুনঃপ্রবর্তন করা হয়েছে ‘না’ ভোটের বিধান। কোনও আসনে একক প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না; বরং তাকে ‘না’ ভোটের বিপক্ষে লড়াই করে জয়ী হতে হবে। যদি ‘না’ ভোটের সংখ্যা প্রার্থীর পক্ষে ভোটের চেয়ে বেশি হয়, তবে ওই আসনে পুনরায় ভোট গ্রহণ করা হবে।
নতুন বিধানে ইসিকে অনিয়মের কারণে যেকোনও কেন্দ্র বা পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থার বিধানও যুক্ত করা হয়েছে।
ভোট গণনার সময় সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন, তবে গণনার মাঝপথে বের হয়ে যেতে পারবেন না।
এছাড়া, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করার ক্ষমতা ইসির হাতে থাকবে। প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য পাওয়া গেলে, নির্বাচিত হওয়ার পরও কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।
এই সিদ্ধান্তগুলো সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মুলতবি বৈঠকে গৃহীত হয় বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
মন্তব্য করুন