যশোরের অভয়নগর উপজেলার আতাই নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ জুলাই থেকে রিশিপাড়া এলাকায় নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে যায়। বাঁধ ভাঙার ফলে ফসলি জমি, মাছের ঘের এবং গ্রামীণ রাস্তা তলিয়ে যায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিনে দেখা যায়, প্রায় ২০০ মিটার বাঁধ ধসে যাওয়ায় প্লাবনের মাত্রা আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে যাওয়ায় গ্রামে হাঁটুসমান পানি জমেছে। এতে মাছের ঘেরগুলো ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বাঁধটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে এই অঞ্চলে পানি ঢুকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।
শান্তিপুরের এক বাসিন্দা বলেন, “প্রায় প্রতি বছরই এই সমস্যার মুখে পড়ি। বাঁধ ঠিক না করলে আমাদের এই দুর্ভোগ চলতেই থাকবে।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম জানান, উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল জানান, পরিস্থিতি সামাল দিতে প্রথম ধাপে বাঁধের দুর্বল অংশগুলো মেরামত করা হচ্ছে। বর্ষা শেষে স্থায়ী ও টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন