জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাপ্ত দাবি ও আপত্তি পর্যালোচনা শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
মঙ্গলবার (২৯ জুলাই) ইসির পক্ষ থেকে জানানো হয়, ভোটার তালিকা আইন সংশোধনের প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় শুরুতে কেবল একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা ছিল। তবে সংশোধন কার্যক্রম শেষ হওয়ায় এখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, চলতি হালনাগাদ প্রক্রিয়ায় নতুনভাবে প্রায় ৪৪ লাখ ৬৬ হাজার ভোটার যুক্ত হয়েছেন। এই তালিকা অচিরেই প্রকাশ করা হবে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
মন্তব্য করুন