হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি পশ্চিমপাড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়ার অভিযোগে এক যুবককে রাতভর ঘরে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ওই নারী ও যুবককে একই ঘরে আটকে দেখতে পান এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা যুবককে ধরে মারধর করে এবং পুরো রাত আটকে রাখে।
এ ঘটনা জানাজানি হলে সাংবাদিক ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে তাদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠেছে।
এদিকে পুরো ঘটনার নেপথ্যে ছিল কথিত পরকিয়ার সম্পর্ক। এলাকাবাসীর দাবি, ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই ওই যুবকের ঘনিষ্ঠতা ছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন