অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়—সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, জুলাই মাসের প্রতিটি পদক্ষেপেই গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার বহন করবে।
মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে অনুষ্ঠিত “জুলাই ক্যালেন্ডার” উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, “শিক্ষার্থীদের সাহসিক আন্দোলন আমাদের গণতান্ত্রিক পথ উন্মুক্ত করেছে। জুলাই মাস আমাদের মনে করিয়ে দেয়—ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্য কীভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এই ঐক্য যেন ভবিষ্যতেও অটুট থাকে।”
তিনি আরও বলেন, “যদি কোথাও স্বৈরাচারের ইঙ্গিত দেখা দেয়, তবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি তা ঠেকাতে পারে না—এটাই জুলাইয়ের শিক্ষা।”
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, “জুলাই-আগস্টের কর্মসূচিগুলোর মধ্য দিয়ে দেশের মানুষের মাঝে নতুন করে স্বপ্ন, সাহস ও ঐক্য ফিরে আসবে।”
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করেন।
মন্তব্য করুন