আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ, প্রতিক্রিয়া জানালেন জেড আই খান পান্না
স্টাফ রিপোর্টার
ঢাকা ● মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
১৯৭১ সালের গণহত্যার সঙ্গে ২০২৪ সালের রাজনৈতিক সহিংসতার তুলনা করে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন জেড আই খান পান্না।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন,
“দুঃখিত, আসিফ নজরুল, একাত্তরের গণহত্যার সঙ্গে চব্বিশের তুলনা ঠিক না। একাত্তর হয়তো আপনি দেখেন নাই।”
উল্লেখ্য, এর আগে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও বর্তমান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তার বক্তব্যে বলেন—
“শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার দুঃখ হয়—মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে হত্যা করা—এটা ভয়ংকর নৃশংসতা।”
তিনি আরও বলেন,
“৭১ সালে মৃতদেহ পোড়ানোর মতো কোনো ফুটেজ আমি দেখিনি। গুলিবিদ্ধ একজন আহত মানুষকে সাহায্য করতে গিয়ে সহকারীকেও গুলি করে হত্যার কোনো বর্ণনা মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণায় পাইনি। হয়তো অন্যরকম নৃশংসতা ছিল, কিন্তু এমন ছিল না।”
তবে বক্তব্যের পেছনে সৃষ্টি হওয়া বিতর্কের প্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার সন্ধ্যায় তার ব্যক্তিগত একটি ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন,
“শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে একাত্তরে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা উচিত হয়নি। দুটোই জঘন্যতম অপরাধ। তবে কেউ যদি মনে করে থাকেন, আমি একাত্তরের গণহত্যাকে খাটো করেছি, তাহলে আমি তাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।”
এ ঘটনার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ কেউ প্রশ্ন তুলেছেন—সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার নামে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে কিনা।
মন্তব্য করুন