বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) জনবল নিয়োগ: আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয়ই
নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৪তম ব্যাচ (অতিরিক্ত) সিপাহি (জিডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত এই নিয়োগ প্রক্রিয়ায় নারী ও পুরুষ—উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
পদের নাম ও ব্যাচ:
- ১০৪তম ব্যাচ (অতিরিক্ত)
- পদের নাম: সিপাহি (জেনারেল ডিউটি – জিডি)
শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি বা সমমান: কমপক্ষে জিপিএ ৩.০০
- এইচএসসি বা সমমান: কমপক্ষে জিপিএ ২.৫০
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি
- ওজন: ৪৯.৮৯৫ কেজি
- বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি
- ক্ষুদ্র নৃগোষ্ঠী: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি, বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি
নারী প্রার্থীদের জন্য:
- উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি
- ওজন: ৪৭.১৭৩ কেজি
- বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি
- ক্ষুদ্র নৃগোষ্ঠী: উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি, বুকের মাপ ২৮/৩০ ইঞ্চি
- উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি থাকতে হবে ৬/৬।
বয়সসীমা:
- ১৮ থেকে ২৩ বছর
- (আবেদনের শেষ তারিখ ১ আগস্ট ২০২৫ অনুযায়ী বয়স গণনা করা হবে)
বৈবাহিক অবস্থা:
- আবেদনকারীদের অবিবাহিত হতে হবে
- তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না
আবেদন ফি:
- আবেদন করতে হবে ডিজিটাল পদ্ধতিতে
- ফি: ৫৬ টাকা
- পেমেন্ট করতে হবে ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
বেতন ও সুযোগ-সুবিধা:
- জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা
- এর সঙ্গে থাকবে রেশন, পোশাক, বাসস্থান ভাতা ও চিকিৎসা সুবিধা (বিধি মোতাবেক)
আবেদন পদ্ধতি ও শেষ সময়:
- আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে
- বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: www.bgb.gov.bd
- আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৫