টেক্সাসে তৈরি হবে টেসলার পরবর্তী প্রজন্মের এআই চিপ
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, সিউল/ওস্টিন
বিশ্বের প্রযুক্তি অঙ্গনে বড় চমক নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। দুই প্রতিষ্ঠান ১৬.৫ বিলিয়ন ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ কোটি টাকারও বেশি) একটি চিপ সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। খবরটি সোমবার (২৮ জুলাই) প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
কৌশলগত এই অংশীদারত্ব ২০৩৩ সাল পর্যন্ত চলবে
এই দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়, স্যামসাং তাদের টেক্সাসের নতুন কারখানায় টেসলার জন্য পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই৬) চিপ তৈরি করবে। চুক্তিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০৩৩ সাল পর্যন্ত। খবরটি প্রকাশ্যে আসার পরপরই স্যামসাংয়ের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে যায়।
মাস্কের সরাসরি ঘোষণা
চুক্তির বিষয়ে নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন,
“স্যামসাং আমাদের উৎপাদন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। আমি নিজেই কারখানায় গিয়ে তদারকি করব, যেহেতু এটি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়।”
তিনি আরও বলেন,
“এই চুক্তির আওতায় টেক্সাসের স্যামসাং কারখানাটি শুধু টেসলার জন্য বিশেষভাবে এআই চিপ তৈরিতে ব্যবহৃত হবে। এটি আমাদের কৌশলগত পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ ধাপ।”
প্রথমদিকে স্যামসাং চুক্তির ঘোষণা দিলেও গ্রাহকের নাম প্রকাশ করেনি। পরে মাস্কের ঘোষণা থেকেই স্পষ্ট হয়, টেসলাই স্যামসাংয়ের বিশাল অর্ডারপ্রাপ্ত প্রতিষ্ঠান।
দক্ষিণ কোরিয়ার জন্যও বড় সাফল্য
বিশ্লেষকরা মনে করছেন, এই অংশীদারত্ব দক্ষিণ কোরিয়ার জন্যও কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্ব জোরদার করার মাধ্যমে দেশটি চিপ ও জাহাজ নির্মাণ খাতে আমদানি শুল্ক হ্রাসের সুবিধা নিতে পারবে।
টিএসএমসি ও হাইনিক্সের প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর আশা
বর্তমানে টিএসএমসি (TSMC) ও এসকে হাইনিক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ উৎপাদনে শীর্ষে রয়েছে। সেই প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে থাকলেও, এই চুক্তির মাধ্যমে স্যামসাং নতুন করে চুক্তিভিত্তিক উৎপাদন খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে, এমন আশা করছে সংশ্লিষ্ট মহল।
প্রযুক্তি জগতে এই চুক্তি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
টেসলার ভবিষ্যৎ গাড়ি এবং রোবোটিক প্রযুক্তি এই চিপের ওপর অনেকাংশে নির্ভর করবে—এমন ধারণাও মিলছে অভ্যন্তরীণ সূত্রে।
মন্তব্য করুন