জুলাই পদযাত্রায় এসে অসুস্থ এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ
চিকিৎসা শেষে টাঙ্গাইলের উদ্দেশে ময়মনসিংহ ত্যাগ
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ, ২৮ জুলাই
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহে এসে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। অসুস্থতা অনুভবের পর সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতাল—নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা চিকিৎসা নিয়ে তিনি রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ছেড়ে যান।
নেক্সাস হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, “হাসনাত আবদুল্লাহ জ্বর, সর্দি, কাশি ও বমির সমস্যায় হাসপাতালে আসেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তার রিপোর্ট ভালো পাওয়া গেছে।”
চিকিৎসাসেবা প্রদান করেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. জহির মো. শরীফ।
এর আগে নগরীর টাউন হল মাঠে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত গণজমায়েতে বক্তব্য রাখার পরপরই অসুস্থতা অনুভব করেন হাসনাত আবদুল্লাহ। নাহিদ ইসলামের বক্তব্য শুরুর আগেই তিনি নিরাপত্তার স্বার্থে মঞ্চ থেকে সরে যান।
সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, টানা কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচিতে বক্তৃতা দিতে দিতে তার গলায় ব্যথা তৈরি হয়। পাশাপাশি তিনি ঠান্ডা-জ্বরেও ভুগছিলেন, ফলে দুর্বলতা অনুভব করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব এবং জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য আলী হোসেন বলেন, “তিনি কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন, তার মধ্যে আজকের কর্মসূচি আরও কষ্টকর হয়ে ওঠে।”
এনসিপির পদযাত্রা বাস্তবায়ন কমিটির যুগ্ম বাস্তবায়নকারী মাহমুদুল হাসান জানান, “ময়মনসিংহে পৌঁছানোর পর থেকেই হাসনাত আবদুল্লাহ কিছুটা অসুস্থ ছিলেন। সভা শেষে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি রাতেই ময়মনসিংহ ত্যাগ করে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন।”
দলীয় সূত্রে জানা গেছে, এখন তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
মন্তব্য করুন