ময়মনসিংহে এনসিপির পদযাত্রা ও পথসভা
জুলাই সনদ আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ, ২৮ জুলাই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কার এখন সময়ের দাবি। ইনশাআল্লাহ, ৫ আগস্টের মধ্যেই আমরা ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ে সক্ষম হব।”
সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়, যা টাউন হল মাঠে এসে শেষ হয়। জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, “৩ আগস্ট ঢাকায় আমাদের বড় জমায়েত হবে। আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি ময়মনসিংহবাসীকে—আপনারা এই ঐতিহাসিক মুহূর্তে পাশে থাকুন।”
তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান—আপনারা জনগণের পাশে দাঁড়ান, তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসুন। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণঅভ্যুত্থানে আপনারা রাজপথে ছিলেন, ঠিক তেমনি আজও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকুন।”
নাহিদ ইসলাম জানান, “দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা বলেছি, নির্বাচন কমিশন, দুদক এবং পিএসসি-সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। এর জন্য একটি সাংবিধানিক কমিটি গঠন করা জরুরি।”
তিনি বলেন, “আমরা এখনও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। তবে বিশ্বাস করি, ময়মনসিংহবাসী যদি আমাদের পাশে থাকে, তবে সেই স্বপ্নের দেশ গড়া সম্ভব।”
আন্দোলনের পেছনের ইতিহাস স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, “ময়মনসিংহ ৪১ জন শহীদের জেলা। কর্মসংস্থানের অভাবে এখানকার মানুষ রাজধানী ও শিল্পাঞ্চলে গিয়ে শ্রম দিচ্ছে। কিন্তু এই শ্রমজীবী ভাই-বোনরাই একদিন রাজপথে নেমে স্বাধীনতার দাম দিয়েছেন। সেই রিকশাচালক, গার্মেন্টকর্মী, কৃষক ও ছাত্রসমাজ মিলেই গড়েছিল গণঅভ্যুত্থান।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং শহীদ সাগরের পিতা মো. আসাদুজ্জামান।
মন্তব্য করুন