আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের মুদ্রা ‘আফগানি’ ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘দা আফগানিস্তান ব্যাংক’ জানিয়েছে, গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে ১ মার্কিন ডলার সমান বাংলাদেশি ১২২ টাকা এবং আফগানিস্তানের ৬৯ আফগানি। এই তথ্য জানানো হয় গত বৃহস্পতিবার কাবুলে এক সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে ব্যাংকের প্রথম সহকারী প্রধান সিদ্দীকুল্লাহ খালিদ জানান, মুদ্রার স্থিতিশীলতার পেছনে তাদের ভারসাম্যপূর্ণ আর্থিক নীতিমালা বড় ভূমিকা রেখেছে।
গত এক বছরে ৪৮৬ কোটি আফগানি মূল্যমানের পুরোনো নোট ধ্বংস করে তার বদলে ৪১৫১ কোটি আফগানির নতুন নোট বাজারে ছাড়ার তথ্য দেন তিনি।
বৈদ্যুতিক লেনদেনেও এসেছে বড় অগ্রগতি। এক বছরে মোট ২৫৪২ কোটি আফগানির ডিজিটাল লেনদেন হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮৬ শতাংশ বেশি। এ ছাড়া ব্যাংক সংক্রান্ত ৯ হাজারের বেশি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে জানান তিনি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, ব্যাংক হিসাব থেকে নগদ উত্তোলনের সীমা নির্ধারণ, মানি এক্সচেঞ্জ ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ নানা দিক তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সংখ্যা ১৩১২টি এবং তাদের শাখা রয়েছে ১২৪১টি। কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, এসব উদ্যোগের ফলে দেশের আর্থিক খাত আগের তুলনায় আরও সুসংগঠিত ও কার্যকর হয়েছে।
মন্তব্য করুন