জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বুধবার (১৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি।”
সাদিক কায়েম আরও উল্লেখ করেন, “আমার সহযোদ্ধাদের ওপর সামান্যতম আঘাত এলে দেশের মানুষই গোপালগঞ্জকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ।”
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করে তিনি লেখেন, “পুলিশ প্রশাসনের কার্যক্রম আশানুরূপ নয়। জনগণকে প্রস্তুত থাকতে হবে।”
এর আগে দুপুরে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা হয়। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলায় অংশ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা চালানো হয়।
মন্তব্য করুন