তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: সাংবাদিক আব্দুল আজিজ
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশের একটি ঝোপের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্যাহ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে। এলাকাবাসীর কেউ তাকে চিনতে পারেননি।”
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য করুন