ফেনী জেলার ফুলগাজী সদর ইউনিয়নে ভয়াবহ বন্যার চতুর্থ দিন পার হচ্ছে আজ। ইউনিয়নের অধিকাংশ এলাকা এখনো বুকসমান পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। অনেকেই ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন চরম দুর্ভোগে। খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের অভাবে বাড়ছে অসুস্থতা ও উদ্বেগ।
এই দুঃসময়ে বানভাসিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছে দিচ্ছেন শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী। দলের নেতা-কর্মীরা পানিবন্দী পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে এসব সহায়তা পৌঁছে দিচ্ছেন।
জামায়াতে ইসলামীর নেতারা জানান, দলীয় পর্যায়ে এবং স্বেচ্ছাশ্রমে গঠিত ত্রাণ টিম বন্যার শুরু থেকেই উদ্ধার ও সহায়তা কার্যক্রমে নিয়োজিত রয়েছে। বর্তমান দুর্যোগ মোকাবিলায় মানবিক দায়িত্ববোধ থেকেই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।
বন্যা পরিস্থিতি অব্যাহত থাকায় এলাকার মানুষ এখন দ্রুত পানি নেমে যাওয়ার অপেক্ষায়। সেইসঙ্গে তাঁরা সরকারি-বেসরকারি পর্যায়ে আরও সহযোগিতার আবেদন জানিয়েছেন।
মন্তব্য করুন