তিতাস প্রতিনিধি: সাংবাদিক আব্দুল আজিজ
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে পচা মাংস রাখার দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।
তিতাস থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে আলেক মিয়ার দোকানের ফ্রিজ থেকে ৭৮ কেজি পচা মাংস উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত মাংস বাজেয়াপ্ত করা হয়।
এছাড়াও উপজেলার বাতাকান্দি ও আসমানিয়া বাজারে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মৃত ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন উপজেলা প্রশাসন।
মন্তব্য করুন