বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রচণ্ড বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নির্দেশনায় স্থানীয় শাখাগুলো সক্রিয়ভাবে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সংগঠনের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকাযোগে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানির বোতল, ওরস্যালাইন, প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি তারা গৃহবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন