ফেনীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কুইক রেসপন্স টিম’। প্রাকৃতিক দুর্যোগ, জরুরি উদ্ধার তৎপরতা এবং মানবিক সেবার লক্ষ্যে গঠিত এ টিমটি ইতোমধ্যে এলাকাবাসীর মাঝে আশার আলো জাগিয়েছে।
স্থানীয়রা শিবিরের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “রাজনীতির বাইরেও ছাত্রশিবিরের এমন কার্যক্রম আমাদের নতুন করে ভাবতে শেখায়। দুর্যোগের মুহূর্তে এ ধরনের টিম অনেক বড় সহায়তা হিসেবে কাজ করবে।”
ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতা বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই আমাদের অন্যতম দায়িত্ব। জাতির দুর্দিনে, মানুষের বিপদে ছাত্রশিবির সব সময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”
এমন উদ্যোগ ছাত্রসমাজের ইতিবাচক ভূমিকারই প্রতিফলন—বলছে সংশ্লিষ্ট বিশ্লেষক মহল।
মন্তব্য করুন