গণতন্ত্র চর্চায় সমাজে বৈষম্য কমে”—প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রের চর্চা সমাজে বৈষম্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “গণতন্ত্র কেবল রাজনৈতিক পরিসরের বিষয় নয়, এটি পরিবার, বিদ্যালয়, কর্মস্থলসহ সমাজের প্রতিটি স্তরে চর্চা করা প্রয়োজন। গণতান্ত্রিক চর্চা যত বেশি হবে, সমাজ থেকে বৈষম্য ততটাই দূর হবে।”
তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ যারা জীবন দিয়েছেন, তারা একটি সমতাভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। সেই আদর্শ বাস্তবায়নের চেষ্টা করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো।”
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া আলোচনা সভায় গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার জন্য শিক্ষক-প্রশিক্ষকদের আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন