ভারতীয় ভিসা প্রসেসিং ফি বাড়ল ৭০০ টাকা, কার্যকর ১০ আগস্ট থেকে
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ার ফি ৭০০ টাকা বাড়িয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আগামী ১০ আগস্ট থেকে নতুন এই ফি কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) জমা দেওয়া প্রতিটি আবেদনের জন্য প্রসেসিং ফি ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভ্যাটসহ সব ধরনের চার্জ অন্তর্ভুক্ত থাকবে।
আইভ্যাকের পক্ষ থেকে জানানো হয়,
“বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে প্রেক্ষিতে সেবার মান বজায় রাখা ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে এই ফি বাড়ানো হয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম ফি পুনঃনির্ধারণ করা হলো।”
তবে আইভ্যাক স্পষ্টভাবে জানিয়েছে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে সরাসরি কোনো ভিসা ফি গ্রহণ করে না। অর্থাৎ ভিসা নিজেই এখনো সম্পূর্ণ বিনামূল্যে, এই ফি শুধুমাত্র আবেদন পরিচালনার জন্য ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সার্ভিস চার্জ হিসেবে আরোপ করা হয়েছে।
ফি বৃদ্ধির পেছনে কারণ
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক ভারত ভ্রমণের জন্য ভিসার আবেদন করেন। সময়ের সঙ্গে ভিসা প্রক্রিয়া ডিজিটাল ও সুবিধাজনক হলেও এর রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়ছে। অ্যাপ্লিকেশন সেন্টারগুলোর আধুনিকীকরণ, জনবল খরচ, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে এই বাড়তি ফি সহায়ক হবে।
মন্তব্য করুন