সনদের (চার্টার) আইনি ভিত্তি না থাকলে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত চলমান সংলাপের ২৩তম দিনে এই ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “সনদের প্রতিশ্রুতি যথেষ্ট নয়, এর আইনি ভিত্তি থাকতে হবে। না হলে এটি মূল্যহীন হয়ে পড়বে। আমাদের দাবি স্পষ্ট—আইনি ভিত্তি না থাকলে সই করব না, প্রয়োজনে কমিশন ও সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করব।”
তাহের বলেন, দেশের বর্তমান নির্বাচন পদ্ধতিতে দলীয়করণ, ভোট জালিয়াতি ও ‘রাতের ভোট’-এর মতো সমস্যাগুলো চরমে পৌঁছেছে। এ থেকে মুক্তির উপায় হিসেবে তিনি নিম্নকক্ষে ও উচ্চকক্ষে প্রতিনিধিত্বমূলক অনুপাত পদ্ধতি (PR) চালুর দাবি জানান।
তাঁর ভাষ্য, “আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়াসহ প্রায় ৯০টি দেশে PR পদ্ধতি চালু আছে। এটি এখন বৈশ্বিক বাস্তবতা। অধিকাংশ রাজনৈতিক দলও এর পক্ষে।”
তিনি বলেন, উচ্চকক্ষ গঠনের মাধ্যমে আইন প্রণয়ন প্রক্রিয়ায় ভারসাম্য আনা সম্ভব হবে। “উচ্চকক্ষ হবে গাইডিং ও কন্ট্রোলিং বডি,”—যোগ করেন তিনি।
জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, সময়, শ্রম ও অর্থ ব্যয় করে যদি প্রস্তাবিত সনদ বাস্তবায়ন না হয়, তাহলে তা এক প্রকারের প্রহসনে পরিণত হবে। “আমরা জাতির সঙ্গে তামাশা হতে দেব না,”—বলেছেন তাহের।
তিনি বলেন, “যারা বলছেন এখন আইনি ভিত্তি দেওয়া সম্ভব নয়, তারা জাতিকে বিভ্রান্ত করছেন। আমাদের স্পষ্ট বক্তব্য—এই সরকারের মেয়াদেই আইনি ভিত্তি দিয়ে সনদ কার্যকর করতে হবে।”
মন্তব্য করুন