ঢাকার গুলশানে এক সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)-এর বাড্ডার বাসা থেকে প্রায় ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রিয়াদের একাধিক ঠিকানার তথ্য পায় পুলিশ। পরে বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ এখনো চলমান।
এর আগে, গত ২৯ জুলাই গুলশানের একটি বাড়িতে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদা আদায়ের সময় রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়। তাদের দেওয়া তথ্যে নাখালপাড়ার একটি বাসা থেকে আরও দুই কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করা হয়।
ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে জানায়, জড়িত থাকার অভিযোগে তিনজনকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে কেন্দ্র ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চারজনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মন্তব্য করুন