“ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে”— নাহিদ ইসলামের অভিযোগের পাল্টা জবাবে শিবির নেতা সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “জুলাই বিপ্লবে” তার ভূমিকা খাটো করার চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল।
সাদিক কায়েম বলেন, “জুলাই আন্দোলনে আমার ভূমিকা নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, তা শুধু দুঃখজনক নয়, বরং এটি সৎ ও নিরপেক্ষ ইতিহাস রচনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।”
তিনি জানান, ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময়কালে আন্দোলনের মূল সমন্বয়কারীদের অনুপস্থিতির সুযোগে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। “ইন্টারনেট বন্ধ, কারফিউ আর দমন-পীড়নের মধ্যেও আন্দোলনের ধারাবাহিকতা টিকিয়ে রাখার ক্ষেত্রে আমি ও আমার সহযোদ্ধারা যথেষ্ট ভূমিকা রেখেছি,”— বলেন সাদিক।
নেতৃত্ব নয়, আত্মত্যাগের কথা স্মরণ
তিনি দাবি করেন, কখনোই নিজেকে আন্দোলনের মূল নেতা বা সমন্বয়ক হিসেবে দাবি করেননি। “আমার সব বক্তব্যেই স্পষ্টভাবে বলেছি, এই বিপ্লবের আসল নায়ক ছিলেন আমাদের শহীদরা ও গাজীরা। তাদের আত্মত্যাগের কারণেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ সম্ভব হয়েছে।”
সাদিক কায়েম আরও বলেন, “জুলাই বিপ্লব ছিল জনগণের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। সব মত ও পথের মানুষ তখন একত্র হয়েছিল একটি সাধারণ লক্ষ্য— স্বৈরতন্ত্রের অবসান। আমি কখনো সরকার গঠন বা নেতৃত্ব দখলের চেষ্টা করিনি, এমন প্রমাণ কেউ দিতে পারবে না।”
‘গুমের নাটক’ এবং ইতিহাসের দায়
সাক্ষাৎকারে সাদিক কায়েম অভিযোগ করেন, যারা আন্দোলনের সবচেয়ে সংকটময় মুহূর্তে আত্মগোপনে ছিলেন বা ‘গুমের নাটক’ করেছেন, তারাই ৫ আগস্টের পর নিজেদের বিপ্লবের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। তিনি বলেন, “১৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দেশের ভেতর ও বাইরে অংশীজনদের সঙ্গে যোগাযোগ, প্রতিদিনের কর্মসূচি, ৯ দফা প্রস্তুত ও প্রচারসহ নানা কাজ করেছি। এসব ইতিহাসে না এলে বিকৃতি তৈরি হবে।”
প্রেক্ষাপট: নাহিদ ইসলামের স্ট্যাটাস
এর আগে ৩১ জুলাই ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, “সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না। ৫ আগস্ট থেকে তিনি ওই পরিচয় ব্যবহার করেছেন। শিবিরের অভ্যুত্থান-পরবর্তী ভূমিকার কারণে তাকে প্রেস ব্রিফিংয়ে বসানো হয়। কিন্তু এরপর তিনি ও তার অনুসারীরা প্রচার করেছেন যে, এই অভ্যুত্থান শিবিরের একক নেতৃত্বে পরিচালিত হয়েছে, বাকি সবাই শুধু ‘পোস্টার’ ছিল।”
নাহিদ আরও দাবি করেন, অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করেনি, তবে এটি শিবিরের একক পরিকল্পনা বা পরিচালনায় হয়নি। বরং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন