৩১ জুলাই, বৃহস্পতিবার, সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একাধিক বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেন।
শিবির নেতা সাদিক কায়েম সম্পর্কে মন্তব্য
নাহিদ ইসলাম অভিযোগ করেন, টকশোতে সাদিক কায়েম বলেছেন যে, “ছাত্রশক্তি গঠনে শিবিরের ইনস্ট্রাকশনে কাজ হতো।” এই বক্তব্যকে নাহিদ “মিথ্যাচার” বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘ছাত্রশক্তি’ গঠিত হয় গুরুবার আড্ডা পাঠচক্র, ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগকারী অংশ ও জাবির একটি স্টাডি সার্কেল নিয়ে।
তিনি আরও জানান, শিবিরের সঙ্গে যোগাযোগ থাকলেও তা সহযোগিতার পর্যায়ে ছিল, রাজনৈতিক নির্দেশনার অংশ ছিল না। সাদিক কায়েম কখনোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না বলেও দাবি করেন তিনি।
৫ আগস্টের আর্মি ক্যু প্রসঙ্গে
নাহিদের দাবি, ২০২৪ সালের ২ আগস্ট রাতে একটি সামরিক ক্যু’র পরিকল্পনা হয়েছিল। পরিকল্পনাকারীরা ছাত্র নেতাদের ‘এক দফা’ দাবিতে সোচ্চার হতে এবং নাগরিক নেতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাপ দেয়। কিন্তু আন্দোলনের নেতারা এর বিরোধিতা করে বলেন, ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর হলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে না, বরং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে।
বিএনপির সঙ্গে জাতীয় সরকার নিয়ে আলোচনা
নাহিদ ইসলাম দাবি করেন, ৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে তারা “অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার” ও নতুন সংবিধানের প্রস্তাব দেন। এ প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনায়ও তুলে ধরা হয়, যদিও তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়, যেখানে নাগরিক সমাজভিত্তিক উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব আলোচিত হয়।
মন্তব্য করুন