ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ছয় ভারতীয় কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
ইরান থেকে জ্বালানি তেল কেনায় জড়িত থাকার অভিযোগে ছয়টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এর আগে একই দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির অর্থ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদে অর্থায়ন ও দমনমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। এই নিষেধাজ্ঞা মূলত ইরানের রাজস্ব প্রবাহে লাগাম টানতে ওয়াশিংটনের বৃহত্তর কৌশলের অংশ বলেও জানানো হয়েছে।
যে ছয় ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত তালিকা অনুযায়ী, যেসব ভারতীয় প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে, তারা হলো:
এই কোম্পানিগুলো ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞার পরিধি ও প্রভাব
নিষেধাজ্ঞার ফলে এই প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও অর্থনৈতিক স্বার্থ জব্দ করা হবে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের অধীনে থাকা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এসব কোম্পানির সঙ্গে আর্থিক, পণ্য বা সেবাবিষয়ক কোনো লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এছাড়াও, যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি এই নিষিদ্ধ কোম্পানিগুলোর ৫০ শতাংশ বা তার বেশি মালিকানা বহন করে, সেগুলোও একইভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, “ইরানি শাসকগোষ্ঠী তাদের তেল বিক্রির রাজস্ব মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়ানো এবং দেশের জনগণের ওপর নিপীড়ন চালাতে ব্যবহার করছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা সেই অর্থপ্রবাহ বন্ধ করতে চাচ্ছি।”
ভারতের ওপর শুল্কারোপের প্রেক্ষাপট
নিষেধাজ্ঞার ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, এই শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। ট্রাম্প অভিযোগ করেন, ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য করেছে এবং একইসঙ্গে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কিনছে—যা বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ‘অগ্রহণযোগ্য’।
মন্তব্য করুন