তিন বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
আগামী ২৪ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
ভূমিধসের আশঙ্কা
অতি ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এসব এলাকায় বসবাসরত মানুষদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও।
জলাবদ্ধতার পূর্বাভাস
এছাড়াও ভারি বৃষ্টির ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
বৃষ্টির পরিধি আরও বিস্তৃত
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রার তেমন পরিবর্তন নেই
দেশব্যাপী দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
মন্তব্য করুন