ভারতের ওপর ২৫% শুল্ক, পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি — ট্রাম্পের জোড়া ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, এই অংশীদারত্বের আওতায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে দেশটির “বিশাল” তেল রিজার্ভ উন্নয়নে কাজ করবে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে চুক্তির বিষয়টি প্রকাশ করেন। তিনি লেখেন, “আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছি, যার মাধ্যমে দুই দেশ একত্রে তেলের বিশাল রিজার্ভ নিয়ে কাজ করবে।”
চুক্তির বিস্তারিত প্রকাশ না করলেও ট্রাম্প জানান, এই যৌথ উদ্যোগে নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি বাছাইয়ের প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি আভাস দিয়ে বলেন, “কে জানে, একদিন পাকিস্তান হয়তো ভারতে তেল রপ্তানি করবে!”
এ সময় তিনি আরও জানান, হোয়াইট হাউজে তার প্রশাসন বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে একাধিক বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে। ট্রাম্প বলেন, “আমি বিশ্বের অনেক দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি, যাদের সবাই চায় যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে।”
ভারতের ওপর শুল্কারোপ
এই ঘোষণার ঠিক আগেই ট্রাম্প জানিয়ে দেন, ভারতকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। ট্রাম্পের অভিযোগ, ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সুবিধা নিলেও পারস্পরিক শুল্ক হার ছিল অসম।加
তিনি বলেন, “ভারত আমাদের বন্ধু হলেও, তারা সবসময় রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনেছে। এমনকি রুশ জ্বালানি কেনাতেও ভারত অন্যতম বৃহত্তম ক্রেতা। যখন বিশ্ব চাইছে ইউক্রেন যুদ্ধ থামুক, তখন ভারত এই ভূমিকা পালন করছে — এটা ঠিক নয়।”
ট্রাম্পের ভাষায়, “এসব কারণেই ভারতকে ২৫% শুল্ক ও অতিরিক্ত জরিমানা দিতে হবে। সিদ্ধান্তটি ১ আগস্ট থেকে কার্যকর হবে। ধন্যবাদ আপনাদের মনোযোগের জন্য। মেক আমেরিকা গ্রেট এগেইন!”
মন্তব্য করুন