দেশের ১৪টি জেলায় মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। হালনাগাদ ভোটার তালিকা ও জনসংখ্যার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর ৬ ধারা অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। আইন অনুযায়ী, প্রশাসনিক কাঠামো, ভৌগোলিক অখণ্ডতা এবং সর্বশেষ আদমশুমারি—এই তিনটি বিষয় বিবেচনায় রেখে সীমানা নির্ধারণ করা হয়।
তবে ২০২২ সালের আদমশুমারির কিছু তথ্য অসমঞ্জস হওয়ায় হালনাগাদ ভোটার তালিকাকে গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে প্রতি সংসদীয় আসনে গড় ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ২০ হাজার। এ হিসাব অনুযায়ী কারিগরি কমিটি জেলা ভিত্তিক ভোটার বিশ্লেষণ করে কিছু জেলায় আসন বাড়ানো এবং কিছু জেলায় কমানোর সুপারিশ করেছে।
কমিটির সুপারিশ অনুযায়ী, গাজীপুরে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় একটি আসন বাড়ানো হয়েছে, অন্যদিকে বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় একটি আসন কমানো হয়েছে।
যেসব আসনের সীমানা পরিবর্তন হয়েছে:
পঞ্চগড়: ১, ২
রংপুর: ৩
সিরাজগঞ্জ: ১, ২
সাতক্ষীরা: ৩, ৪
শরীয়তপুর: ২, ৩
ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪, ১৯
গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬
নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫
সিলেট: ১, ৩
ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩
কুমিল্লা: ১, ২, ১০, ১১
নোয়াখালী: ১, ২, ৪, ৫
চট্টগ্রাম: ৭, ৮
বাগেরহাট: ২, ৩
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এসব পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
মন্তব্য করুন