ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, কার্যকর ১ আগস্ট থেকে
আন্তর্জাতিক ডেস্ক | ৩০ জুলাই ২০২৫
ভারতের আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ মঙ্গলবার (২৯ জুলাই) দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প লিখেছেন, “আগামী ১ আগস্ট থেকে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।” একইসঙ্গে তিনি সতর্ক করেন, ভারত যদি রাশিয়া থেকে শক্তি ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখে, তাহলে অতিরিক্ত ‘জরিমানা’ আরোপ করা হবে।
“ভারতের শুল্ক হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ”
নিজের পোস্টে ট্রাম্প বলেন, “মনে রাখতে হবে, যদিও ভারত আমাদের বন্ধু, তবে বহু বছর ধরে আমরা তাদের সঙ্গে খুবই সীমিত বাণিজ্য করেছি। এর প্রধান কারণ হচ্ছে, ভারতে শুল্কহার অত্যন্ত বেশি, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ।”
তিনি আরও লেখেন, “ভারত এখনো কঠোর ও আপত্তিকর অর্থ-বহির্ভূত বাণিজ্য প্রতিবন্ধকতা বজায় রেখেছে। তারা রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কিনে যাচ্ছে। এমন এক সময়ে, যখন সবাই চাইছে রাশিয়া ইউক্রেনে গণহত্যা বন্ধ করুক, ভারত তখন রাশিয়ার অন্যতম বড় আমদানিকারকে পরিণত হয়েছে—চীনের পরপরই।”
বাণিজ্য চুক্তির আলোচনা চলমান
উল্লেখযোগ্যভাবে, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার কয়েক দফা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে ঘোষণা দেওয়া হয়েছিল যে চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। তবে এখন পর্যন্ত তা স্বাক্ষর হয়নি।
আগামী আগস্টের শেষে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দিল্লিতে এসে ষষ্ঠ দফার আলোচনা করার কথা রয়েছে।
ট্রাম্পের ঘোষণা কি চূড়ান্ত?
সংবাদ সংস্থা রয়টার্স ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, ট্রাম্পের ঘোষণা আপাতত অস্থায়ী বলে মনে করছে দিল্লি। কারণ, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা এখনো চলছে। ভারতীয় কর্মকর্তাদের মতে, এই ঘোষণা একটি চাপ তৈরির কৌশলও হতে পারে।
পর্যালোচনায়
বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের বছর হওয়ায় ট্রাম্পের এই কঠোর অবস্থান অভ্যন্তরীণ রাজনীতির উদ্দেশ্যেও হয়ে থাকতে পারে। তবে এর ফলে ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন