খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু
ফেনী প্রতিনিধি ●
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আবদুল আউয়াল মিন্টু বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল। আমরা সেই অবস্থানে এখনো আস্থাশীল। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে দেশের রাজনৈতিক অবস্থা বিবেচনায় এর আগেও নির্বাচন হতে পারে, এমনকি জানুয়ারিতেও।”
তিনি আরও জানান, “সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়ে একটি মামলা চলমান রয়েছে। যদি সেই মামলার রায়ে কেয়ারটেকার সরকার ফিরে আসে, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে এবং সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।”
সরকারের জবাবদিহিতা না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “গত ১৯ বছর ধরে আমরা আন্দোলন, সংগ্রাম, নিপীড়ন আর বাধা পেরিয়ে এসেছি। কেউ যদি এখন বলে বিএনপি হঠাৎ নির্বাচন চাচ্ছে—তা সত্য নয়। বরং আমরা ২০০৬ সাল থেকেই একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি।”
তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলেই আমরা মনে করি। ২০০৬ সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নেই। দুই যুগ ধরে যদি সঠিকভাবে গঠিত সরকার না থাকে, তাহলে জনগণের জীবনে উন্নয়ন আসবে না।”
মন্তব্য করুন