আসন্ন পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “পাঁচ আগস্ট ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আল্লাহ চাইলে সব কিছু ঠিকঠাকভাবে চলবে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত একটি চলমান অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “এই অভিযান শুধু ডিএমপির আওতায়। পুরো বাংলাদেশের নয়। বিস্তারিত জানতে হলে ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করুন।”
ভিসা নীতির বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি রয়েছে, তাদের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হচ্ছে। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের ক্ষেত্রে এ সুযোগ থাকছে না।”
তিনি জানান, সম্প্রতি মালয়েশিয়া থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
মন্তব্য করুন