বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে, যার প্রভাব পড়েছে দুটি আন্তর্জাতিক রুটে।
শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২ নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বে ছেড়ে আসে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে ছেড়ে আসার কথা থাকলেও যান্ত্রিক সমস্যার কারণে সেটি ছাড়ে সকাল ৬টা ৪২ মিনিটে এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।
এই একই উড়োজাহাজে পরবর্তীতে ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট পরিচালনার কথা থাকায় সেটিও নির্ধারিত সকাল ১১টায় ছাড়তে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকক ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়ার কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা খান সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, শারজাহ ফ্লাইটে বিলম্বের কারণ তদন্তাধীন।
এর আগেও যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের একাধিক ফ্লাইট বাতিল বা ফিরে আসার ঘটনা ঘটেছে। ২৮ জুলাই ঢাকা-দাম্মাম রুটের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের পর কেবিন প্রেসারে সমস্যার কারণে মাঝ আকাশ থেকে ফিরে আসে।
এর আগে, ২৪ জুলাই চট্টগ্রাম থেকে ঢাকামুখী ফ্লাইট বিজি-১৪৮ এর বোয়িং ৭৮৭ উড়োজাহাজও ল্যান্ডিং গিয়ারের সমস্যা নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।
বারবারের যান্ত্রিক ত্রুটি নিয়ে যাত্রীরা উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত সমাধানের দাবি তুলেছেন।
মন্তব্য করুন