বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩ আগস্ট রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সমাবেশটি কেন্দ্রীয় শহীদ মিনারে করার পরিকল্পনা থাকলেও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে স্থান পরিবর্তন করে ছাত্রদল।
বুধবার (৩০ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, “জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই সমাবেশের আয়োজন। এনসিপির পক্ষ থেকে একই স্থানে কর্মসূচি পালনের অনুরোধ আসায় আমরা উদারনৈতিক রাজনৈতিক মনোভাব থেকে শহীদ মিনার ছেড়ে শাহবাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “রাজধানীর ব্যস্ত এলাকায় সমাবেশের কারণে যদি কিছুটা ভোগান্তি হয়, তবে নগরবাসীর কাছে আমরা আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করি, সবাই আমাদের এই উদারতা ও দিনটির গুরুত্ব বুঝবেন।”
মন্তব্য করুন