Alam
৩০ জুলাই ২০২৫, ৩:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ: বাণিজ্য সচিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা বাণিজ্য সংলাপের প্রথম দিনেই আশাব্যঞ্জক অগ্রগতির কথা জানিয়েছে বাংলাদেশ। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (USTR) কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানো হতে পারে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিকদের তিনি জানান, “আমরা বেশ ইতিবাচক বার্তা পেয়েছি। শুল্ক যথেষ্ট কমবে বলে আশ্বাস মিলেছে। তবে নির্দিষ্ট হারে কতটা কমবে, তা এখনো বলা যাচ্ছে না।”

ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ।

চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যার আওতায় বাংলাদেশি পণ্যে শুল্ক ১৫.৫ শতাংশ থেকে বেড়ে ২২-২৩ শতাংশ হয়। নতুন নিয়ম অনুযায়ী তা ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।

তবে এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে একটি অবস্থানপত্র পাঠানো হয়। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশটি যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানিও বাড়াবে, যাতে বাণিজ্য ঘাটতি কমে।

বর্তমানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশের উদ্বৃত্ত প্রায় ৬ বিলিয়ন ডলার, যেখানে ভিয়েতনামের ঘাটতি ১২৩ বিলিয়ন ডলারের বেশি। এই তুলনা তুলে ধরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক ছাড়ের অনুরোধ জানিয়েছে।

এছাড়া, বাংলাদেশ বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনা, প্রতি বছর সাত লাখ টন গম আমদানি, সয়াবিন, এলএনজি, তুলা ও সামরিক সরঞ্জাম আমদানির পরিকল্পনার কথা জানিয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে শুল্কহার নির্ধারণ করেছে, তা বিবেচনায় রেখে বাংলাদেশের হার ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। আলোচনা বৃহস্পতিবার (১ আগস্ট) শেষ হবে।

বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে, আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বহুলাংশে বাড়বে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে বিএনপি-এনসিপি পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

‘বাংলাদেশের অবস্থা ভারতের চেয়ে ভালো, তারা কেন ভারতে আসবে?’

জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

ট্রাম্পের বড় ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললো ভারত

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জরিমানার হুমকি

প্রতারণার অভিযোগে সালমান রহমানকে পুঁজিবাজারে আজীবনের জন্য ‘অবাঞ্ছিত’ ঘোষণা

‘এই এদের ধরেন তো’- দুই সাংবাদিককে ওসি

পুলিশের গোলাবারুদের হিসাব হয় ধানমন্ডির এক বাসায়

রাতের ভোটের আইডিয়া কার, ফাঁস করলেন সাবেক আইজিপি মামুন

ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, রাশিয়া থেকে অস্ত্র কিনলে জরিমানার হুমকি

১০

১৪ জেলার ৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আসছে

১১

১৪ জেলার ৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আসছে

১২

‘জনগণের কাছে যার বাস্তব মূল্য নেই, এমন প্রস্তাবে সই করে লাভ কী’

১৩

‘এই মর্মে ঘোষণা করছি’ পোস্টে সয়লাব ফেসবুক, কতটা সত্য

১৪

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

১৫

ক্লাস চলাকালীন সমাবেশে বাধ্য করায় টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

১৬

আওয়ামী লীগ আমলে ভোট করা অপরাধ হলে বিএনপি-জামায়াতও অপরাধী, দাবি জাতীয় পার্টির

১৭

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প

১৮

খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু

১৯

ফেনী থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া : আবদুল আউয়াল মিন্টু

২০